৫০০০ টাকার মধ্যে সেরা ৫ মোবাইল ফোন
আসসালামুয়ালাইকুম। সবাইকে বিডি আইটি সেবা ব্লগে স্বাগতম। আপনি যদি ৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোন কিনতে চান তাহলে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা আর্থিক সমস্যার কারণে বা কম বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আপনাদের বাজেট এবং ফোনের পারফরম্যান্স এর উপর নির্ভর করে আমরা ফোনের তালিকা করেছি। আমরা মোবাইল ফোনগুলো তাদের পারফরম্যান্স, ক্যামেরা, র্যাম, রম ইত্যাদির উপর নির্ভর করে সাজিয়েছি এবং ফোনগুলোর দাম সর্বোচ্চ ৬০০০ টাকা। তাহলে দেখে নেয়া যাক ৫০০০ টাকার মধ্যে সেরা ৫ মোবাইল ফোন।
১। Itel A23 Pro
পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ফোনগুলোর মধ্যে একটি হলো Itel A23 Pro সবার পছন্দ এবং পারফরম্যান্স এর উপর নির্ভর করে আমরা ফোনটিকে এক নাম্বারে রেখেছি। মোবাইল দোকান সাইটের তথ্য অনুযায়ী ফোনটির দাম ৳৪,৯৯০ টাকা যার শেষ আপডেট করে হয়েছে ৩ মার্চ ২০০২। ফোনটি ৪জি সাপোর্টেড এবং ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ২৪০০ mah এর ব্যাটারি। ফোনটিতে পাচ্ছেন ২ ম্যাগাপিক্সেল ক্যামেরা, ১জিবি র্যাম এবং ৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ এডিশন।
২। Walton Primo E12
দেশীয় পণ্য হিসেবে এই ফোনটির অনেক ভালো পারফরম্যান্স লক্ষ করা যায়। এই ফোনটির দাম হলো ৳৪,৯৯৯ টাকা অর্থাৎ প্রায় ৫০০০ টাকা। Itel A23 Pro এর মতো এই ফোনেও পাচ্ছেন ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনটি ক্যামেরার দিক থেকে একটু এগিয়ে আছে, এই ফোনে পাচ্ছেন ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। কিন্তু এই ফোনটির ব্যাটারি ২০০০ মেগাওয়াট। ফোনটিতে রয়েছে ১জবি র্যাম এবং ৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ এডিশন। ফোনটি রিলিজ হয়েছে ২০২১ সালের ১১ই জুলাই।
৩। Symphony I12
এই ফোনটির অফিসিয়াল দাম হচ্ছে ৳৪৩৯০ টাকা। ফোনটির নেটওয়ার্ক সিস্টেম হিসেবে রয়েছে ৩জি। অন্যান্য ফোনগুলোর তুলনায় এই ফোনটির ডিসপ্লে একটু বড় ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে পাচ্ছেন ৮ ম্যাগাপিক্সেলের ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। ফোনটির র্যাম ১ জিবি এবং রম ১৬ জিবি। গোনটিতে পাচ্ছেন ২০০০ ম্যাগাওয়াটের ব্যাটারি।
৪। Maximis P7 Plus
ফোনটির দাম ৳৪,৯৯০। ফোনটির নেটওয়ার্ক সিস্টেম ৪জি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১। ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির ডিসপ্লে। মেমোরি হিসেবে রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি রম। ফোনটিতে পাচ্ছেন ২৫০০ ম্যাগাওয়ায়টের ব্যাটারি। ক্যামেরা পাচ্ছেন ৫ ম্যাগাপিক্সেলের।
৫। Symphony V99
ফোনটির অফিসিয়াল দান ৳৩,৯৯০ টাকা। ফোনটির নেটওয়ার্ক সিস্টেম ৩জি। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে কিন্তু ফোনটি অন্যান্য ফোনের তুলনায় অনেক ছোট। ফোনটির ক্যামেরা ৫ ম্যাগাপিক্সেল এবং ২০০০ ম্যাগাওয়াটের ব্যাটারি। মেমোরি হিসেবে রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি রম এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১।
পরিশেষে একটি কথা, বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ছাড়া প্রায় অচল। সারা বছরে অনেক অনেক স্মার্টফোন তৈরি হচ্ছে নতুন নতুন ফিচার নিয়ে যেই ফিচারগুলো এই ৫০০০ টাকার ফোনের মধ্যে পাবেন না। তাই, একটু কষ্ট করে হলে একটি ভালো ফোন কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন